Surprise Me!

মাদক সেবনের আস্তানা বুয়েট ক্যাম্পাস | Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগ পাওয়া গেছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে মাদক সেবনের আস্তানা। এসব স্থানে সরেজমিন পরিদর্শনে ফেনসিডিল, মদ ও বিয়ারের খালি বোতলের স্তুপ পড়ে থাকতে দেখা গেছে।<br /> <br />ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা প্রহরী থাকলেও মাদকসেবীদের ভয়ে অনেকটা অসহায় তারা। দীর্ঘদিন ধরে এসব স্থানে মাদকের আস্তানা গড়ে উঠলেও অজ্ঞাত কারণে বুয়েট প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়ার কথা শোনা যায়নি। পুরো ক্যাম্পাসে সিসিটিভি থাকলেও প্রশাসন মাদকসেবীদের শনাক্তে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। <br /> <br />সম্প্রতি ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বুয়েট ক্যাম্পাসের মূল অডিটোরিয়ামের পেছনে, মূল ক্যাফেটেরিয়া চত্বরের সামনে, স্থাপত্যকলা বিভাগসহ বিভিন্ন স্থানে ফেনসিডিল, বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্যের খালি বোতলের স্তুপ পড়ে আছে।

Buy Now on CodeCanyon